শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবককে যাবজ্জীবন

বাগেরহাটে সদরের পাতিলাখালী গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার ফারিয়াকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা অভিযোগে মিনহাজুল ইসলাম শোয়েব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক জেলা জজ মো. সাইফুল ইসলাম।  

আজ বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা কালে একমাত্র আসামি ঘাতক মিনহাজুল ইসলাম শোয়েব আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মিনহাজুল ইসলাম শোয়েব পাশ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের নুরুল ইসলাম ইমনের ছেলে।   বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল- ১ এর আদালতের সরকারী কৌশলী (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান জানান, বিগত ২০১৯ সালের ৫ মে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী ওমর আলী শেখের মেয়ে ও স্থানীয় কোন্ডলা বড়ু বিবি দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার ফারিয়াকে (৭)  শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্থানীয় দিঘিরজান খালের চরে লাশ পুঁতে রাখে হত্যাকারী যুবক মিনহাজুল ইসলাম শোয়েব। ওইদিন রাত ৮টার দিকে স্থানীয়রা শিশু লামিয়ার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

মামুনুল হকসহ জতিড়দের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ

যশোরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

তিন মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত

মালদ্বীপের সঙ্গে ৪ সমঝোতা স্মারক সই

এ হত্যায় জড়িত সন্দেহে স্থানীরা নানা বাড়িতে থাকা বখাটে যুবক মিনহাজুল ইসলাম শোয়েবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটক যুবক মিনহাজুল ইসলাম শোয়েব পুলিশের জিজ্ঞাসাবাদে শিশু লামিয়া আক্তার ফারিয়াকে ধর্ষণ- শ্বাসরোধে হত্যার পর খালের চরে লাশ পুতে রাখার কথা স্বীকার করে। এ ঘটনায় ওইদিন রাতে শিশুটির পিতা ওমর আলী শেখ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মিনহাজুল ইসলাম শোয়েবকে আসামি করে মামলা দায়ের করেন।

ডাক্তারদের দেয়া ময়নাতদন্তের রিপোর্টের ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ থাকার পর মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানায় এসআই হীরন্ময় ওই বছরের ১৩ জুলাই ঘাতক মিনহাজুল ইসলাম শোয়েব ও তার সহযোগী কোন্ডলা গ্রামের মো. সাহেব শেখর ছেলে মিঠু শেখকে অভিযুক্ত করে আদালতে চার্চশীট দাখিল করে। আদালত ১৬ জনের স্বক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকালে বিচারক এই রায় প্রদান করেন।   

news24bd.tv / কামরুল