স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বিসিএস পরীক্ষা

করোনা প্রকোপের মধ্যে সরকারী কর্ম কমিশনের ৪১তম নিয়োগ পরীক্ষায় বসেছেন পৌনে পাঁচ লাখ পরীক্ষার্থী। শুক্রবার সারাদেশের ১৬০ কেন্দ্রে সকাল ১০ টায় একযোগে শুরু হয় পরীক্ষা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পিএসসির ১১টি নির্দেশনা থাকলেও বাস্তবায়ন হয়েছে কম। মাস্ক পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করলেও অনেক কেন্দ্রে দেখা যায়নি হাত ধোয়ার ব্যবস্হা। মানা হয়নি সামাজিক দূরত্ব।

আরও পড়ুনঃ

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন

পরীক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রে আসার সময়ে তাদের পড়তে যানবাহন সংকটে, পুলিশের বেঁধে দেয়া সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেকে। পিএসসির ২ হাজার ১৩৫টি পদের বিপরীতে আটটি বিভাগে পরীক্ষায় বসেন ৪ লাখ ৭৫ হাজার পরীক্ষার্থী।

news24bd.tv / নকিব