সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নববর্ষ উদযাপন

রাজধানীর মিরপুরে বাণিজ্যিক যৌনশোষণের শিকার এবং ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (সিসেক)।

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর আর্থিক সহায়তায় এবং টেরে ডেস হোম্স নেদারল্যান্ডস-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, টেরে ডেস হোম্স নেদারল্যান্ডস-এর কান্ট্রি-ডিরেক্টর মাহমুদুল কবীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৯ নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব প্রধান নুরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সিপের নির্বাহী পরিচালক ফজলুল হক চৌধুরী।

প্রকল্পের আওতায় শিশু পরিচালিত সংগঠন (সিএলও) সমুহের প্রায় ২০০ পথশিশু শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ এলাকায় অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮, ৯ এবং ১০ নং ওয়ার্ডে যৌনশোষণের শিকার এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা দিতে ২০১৬ সাল থেকে কাজ করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)