জাতীয় ক্রিকেট লিগ শুরু, রানের ভিত গড়ছে খুলনা

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরে উদ্বোধনী ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হয়েছে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। সোমবার সকাল সাড়ে ৯টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। মধ্যাহ্ন বিরতী পর্যন্ত ৩২ ওভারে এক উইকেট হারিয়ে খুলনা বিভাগ সংগ্রহ করেছে ১০৫ রান। ইমরুল কায়েস ৫৭ রানে ও রবিউল ইসলাম রবি ২৯ রানে অপরাজিত রয়েছেন।  

সকালে টসে জিতে সিলেট বিভাগের অধিনায়ক অলক কাপালি প্রথমে খুলনা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দলের ওপেনিংয়ে নেমে রবিউল ইসলাম রবি ও ইমরানুজ্জামান ধীর গতিতে রান সংগ্রহ শুরু করেন। ইমরানুজ্জামান ব্যক্তিগত ১৫ রানে বোল্ড হয়ে প্যাভেলিয়ানে ফিরলে ওয়ান ডাউনে মাঠে নামেন ইমরুল কায়েস। তিনি ঝড়ো গতিতে রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতীর আগেই অর্ধশত রান করেন।  

কঠোর নিয়ন্ত্রণ কৌশলে সরকার, হবে না ছুটি বা লকডাউন

ইতিহাস গড়ার ম্যাচে আলো ছড়ালেন মেসি

১২ দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করল পাকিস্তান

‘বিয়ের আশ্বাস পেয়ে’ স্বামীকে তালাক, চার বছর ধরে চলে ধর্ষণ

এর আগে সকালে স্বাস্থ্যবিধি মেনে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম। এসময় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্ত্তজা রশিদী দারা উপস্থিত ছিলেন।  

খুলনা বিভাগ: তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার ও মিনহাজুর রহমান।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলী অনিক, অলক কাপালি (অধিনায়ক), আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও রেজাউর রহমান রাজা।

news24bd.tv আয়শা