তিনমাসের গর্ভবতী গৃহবধূর শ্লীলতাহানি প্রতিবাদে মানববন্ধন

নাটোর শহরতলীর হাজরা গ্রামের সুদ ব্যবসায়ী খুশি ও মোমেনা বেগমের পালিত সন্ত্রাসীদের হাতে তিনমাসের গর্ভবতী গৃহবধূর শ্লীলতাহানির প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে হাজরা নাটোর এলাকা থেকে শতাধিক নারী, পুরুষ বিক্ষোভ মিছিল বের করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয় । মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, বিশিষ্ঠ সমাজসেবক মিজানুর রহমান মিনু, আদিবাসী নেতা পরিতোষ অধিকারী পরিস্কার, মুক্ত গোপাল সরকার, আলী ইমরান মোহন, মকবুল হোসেন।

কঠোর নিয়ন্ত্রণ কৌশলে সরকার, হবে না ছুটি বা লকডাউন

ইতিহাস গড়ার ম্যাচে আলো ছড়ালেন মেসি

১২ দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করল পাকিস্তান

‘বিয়ের আশ্বাস পেয়ে’ স্বামীকে তালাক, চার বছর ধরে চলে ধর্ষণ

বক্তারা অভিযোগ করেন,শহরতলীর হাজরা নাটোর এলাকাবাসী দীর্ঘদিন ধরে সুদ ব্যবসায়ী খুশি বেগম, মোমেনা বেগম, মিতা সরকার এবং তাদের পালিত সন্ত্রাসী জাঙ্গাঙ্গীর, শাওন, সাগরের হাতে জিম্মি। সুদের টাকা আদায় করার নামে অত্যাচার, নির্যাতন, জবরদখলসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত তারা। শনিবার বিকেলে সন্ত্রাসীদের হাতে তিন মাসের গর্ভবতী গৃহবধুর শ্লীলতাহানির ঘটনা ঘটে। এলাকাবাসী জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

  news24bd.tv আয়শা