নরেন্দ্র মোদীর সফর নিয়ে কী বলছে আওয়ামী লীগ ও বিএনপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। এ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। অন্যান্য অনকে বিষয়ের মতো নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফর নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন তারা।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভাবিত করা। মঙ্গলবার হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন।     

অভাবে গরুর বদলে লাঙ্গল টানছেন দুই বৃদ্ধ

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

উত্তাপের মধ্যে শাহরুখের পাশাপাশি সাকিব!

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কোনো যোগসূত্র নেই।   

মঙ্গলবার নিজ বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সফরকে ঘিরে কোনোরকম অস্থিরতা তৈরি না করারও আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কথা রয়েছে ।

news24bd.tv/আলী