আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের সময় ১০ নারী-পুরুষ আটক

সিলেটের দক্ষিণ সুরমার আবাসিক হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিলেট পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার তিতাস হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলা ও ৭  পুরুষকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়ের মাটির নিচে পাওয়া গেল ১৯৪৭ সালের মর্টারশেল

অনুশীলনে হাজির সাকিব আল হাসান

হুদা ভাইও চলে গেলেন

সালমান পরিবারের আরও একজন নায়িকা হিসেবে পা রাখছেন বলিউডে

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, এএসআই হাবিবুর রহমান, নারী কনস্টেবল হেনা আক্তার, ও শিউলী আক্তার।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

news24bd.tv আহমেদ