মোদিবিরোধী বিক্ষোভে হামলায় সাংবাদিকসহ আহত ১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

আহত দুই সাংবাদিক হলেন- প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হিমাদ্রী ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল।

অন্য আহতরা হলেন- বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, ছাত্র ফেডারেশনের নেতা শাকিল হোসেন, আজাদ, ছাত্র ফন্টের নেতা সজিব চৌহান।

কয়েলের আগুনে পুড়ল গরু-ছাগল-হাস-মুরগী ও টাকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আমি অনেক ক্লান্ত : থানা থেকে বের হয়ে ‍‘শিশুবক্তা’ (ভিডিও)‌

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর এলাকায় বাম সংগঠনগুলো ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে  মোদির সফর বিরোধী বিক্ষোভ করছিল।

সংগঠনগুলোর অভিযোগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা তাতে হামলা চালায়।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ বলেন, তাঁদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। রাত আটটার দিকে উপাচার্য চত্বরের সামনে পৌঁছালে ছাত্রলীগের লোকজন প্রগতিশীল ছাত্রসংগঠনের সদস্যদের বেধড়ক পিটিয়ে জখম করেন।

হামলায় প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারসহ আরও এক সাংবাদিক আহত হন।

আসিফসহ ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত নয়টার দিকেও লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের কয়েক শ নেতা–কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়ে ছিলেন।

হামলার বিষয়ে ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

news24bd.tv তৌহিদ