ট্রাম্পের বিদায়েও যুক্তরাষ্ট্রের খবরদারির আচরণ শেষ হয় নি: ইরান

প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবচ্ছিন্নভাবে বিশ্বের অন্যান্য দেশের ওপর ছড়ি ঘুরানোর মার্কিন নীতি চলছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, “আমরা কারো মধুচন্দ্রিমায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। কিন্তু বলতে চাই, আমেরিকায় এখনো পম্পেও-ধাঁচের কূটনীতি চলছে। ”

তিনি আরো বলেন, “আরেকবার ঘুম থেকে জাগানোর প্রচেষ্টা মন্দ হয় না। অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ে তা শেষও হবে না। ”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এ পোস্ট দিয়েছেন।

আরও পড়ুনঃ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন

ব্লিঙ্কেন সম্প্রতি বলেন, যেকোনো দেশ রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

news24bd.tv / নকিব