কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাজাখাস্তানকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

তবে জয়ের পাশাপাশি দুঃশ্চিন্তাও জুটেছে ফ্রান্সের কপালে। চোট পেয়েছেন তাদের ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। তার আগে দলের প্রথম গোলে অবদান রাখেন তিনি। ১৯তম মিনিটে মার্শালের চালাকি পাস থেকে ফ্রান্সকে এগিয়ে দেন ওসমানে দেম্বেলে।   

গোল হজমের পরই ঘুরে দাঁড়াতে চেষ্টা করে র‌্যাংকিংয়ের ১২২তম স্থানে থাকা কাজাখাস্তান। আচমকা আক্রমণের পাশাপাশি আঁতোয়া গ্রিজম্যানদের সামাল দিতে রক্ষণভাগে জমাট বাধে তারা। তবে তাতেও লাভ হয়নি কাজাখাস্তানের। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে নিজেদের ভুলে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে তারা। মালির আত্মঘাতি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।   

ইন্দোনেশিয়ায় তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে বিস্ফোরণ (ভিডিও)

মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপে আগুন

শবে বরাতে আতশবাজি-পটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা

দুই দিন পর চট্টগ্রামের-হাটহাজারী সড়ক সচল

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্শালকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। চোট নিয়ে মাঠ ছাড়েন রেড ডেভিল ফরোয়ার্ড। তার পরিবর্তে মাঠে নেমে স্পট কিক নেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কাজাখাস্তানের জাল খুঁজে পাননি পিএসজি ফরোয়ার্ড।   

news24bd.tv / কামরুল