সাতক্ষীরায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে শুভশ্রী মুখার্জী (৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুভশ্রী মুখার্জী তালা উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

গোপালপুর গ্রামের তপন হালদার জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। এ জন্য নাতনী শুভশ্রী মুখার্জীকে তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন।  

বুধবার তিনি বাড়ির পাশে গোপালপুর খালে গোসল করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। এক পর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে ভাবেন, সে বাড়িতে চলে গেছে।

কিন্তু বাড়িতে না পেয়ে খালে সন্ধান চালানোর এক পর্যায়ে কয়েকজন জেলের সহায়তায় শুভশ্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান পানিতে ডুবে শিশু শুভশ্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিলা/অরিন/নিউজ টোয়েন্টিফোর