পশ্চিমবঙ্গে বিধানসভা দ্বিতীয় দফার ভোট কাল, সবার নজর নন্দীগ্রামে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল)। এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে।  

এই পর্বের জন্য মঙ্গলবার শেষ হয়েছে প্রচার প্রচারণা। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু দল বদলে এই আসনে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।  

নন্দীগ্রামে প্রচারের শেষ বেলার শুভেন্দুর সঙ্গে মুকুলের তুলনা টেনে তৃণমূলের সাবেক সৈনিক মুকুল রায়ের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে অন্য আসনগুলিতে ভোটের প্রচার জোরকদমে চলছে।  

দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি

মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: ৬১৫ আসামির সবাই হেফাজতের

বিতর্ক এড়াতে মামলায় হেফাজতের উর্ধ্বতন কারো নাম দেয়া হয়নি: আইজিপি

 

রাজ্যে প্রচারে আসছেন বিজেপির দুই হেভিওয়েট- দলের সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি এদিন চারটি সভা করবেন। ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে জমজমাট প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনটি জনসভা রয়েছে।

news24bd.tv নাজিম