করোনা পরিস্থিতি: মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবার মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতে নিষেধাজ্ঞা দিয়েছে। করোনা পরিস্থিতিতে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এই সেবা দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

আজ বুধবার বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এবার ঈদে কোটি পরিবার পাবে সরকারি সহায়তা

এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার

কোনাবাড়িতে বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ

অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

news24bd.tv / কামরুল