তুরস্কের পাঠানো অভিবাসী ভর্তি নৌকা উদ্দেশ্যমূলক: গ্রীস

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমসহ বেশ কিছু ব্যাপারে তুরস্ক ও গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সম্প্রতি সেই মতবিরোধ নিয়েই গ্রিসের পানিসীমায় অভিবাসী ভর্তি নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে তুর্কি সরকারের দিকে অভিযোগ করেছে গ্রীস।

গত বছর তুরস্ক থেকে হাজার হাজার শরনার্থীকে স্থল সীমান্ত দিয়ে গ্রিসে ঠেলে দেয়ার ঘটনা নিয়েও তুরস্ক এবং গ্রিসের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি আবারও এমন ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে উদ্দেশ্যমূলক দাবি করে গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাচি বলেন, তার দেশের উপকূলরক্ষীরা গতকাল (শুক্রবার) কয়েকদফা অভিবাসী ভর্তি নৌকার মুখোমুখি হয়েছে। গ্রিসকে উসকানি দিতে এই তৎপরতা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ

এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০

তিনি বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এসব অভিবাসীকে তুরস্ক থেকে পাঠানো হয়েছে। আমরা তুরস্ককে উসকানি সৃষ্টি থেকে সরে আসার জন্য আহ্বান জানাব। ”

তবে গ্রিসের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তুর্কি সরকার।

news24bd.tv / নকিব