সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সকালে সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আলফাত উদ্দিন স্কয়ার পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

এসময় সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে নিয়মিত মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ করেন।

দেশে আরও ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৩ জনের মৃত্যু

ওই নারী মামুনুল হকের স্ত্রী নন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এই দুর্বলতা কেন, কিসের সমস্যা?: হেফাজত প্রসঙ্গে ইনু

কর্মসূচিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক  পংকজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার,সাধারণ সম্পাদক ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

news24bd.tv নাজিম