লকডাউন শুরু হলেও বাংলাদেশ গেমস চলবে

বাংলাদেশ গেমস লকডাউন শুরু হলেও চলবে বলে ঘোষণা দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।  

বিওএ মহাসচিব শাহেদ রেজা আজ রোববার বলেছেন, ‘বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করব। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব। ’

ধর্মের নাম নিয়ে অধর্ম কাজ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

সমস্যা হলো কে কার বউ নিয়ে গেল তাই তো?

প্রথম বউয়ের অনুমতি ছাড়া গোপনে বিয়ে করা কি বেআইনি নয়!

মামুনুলের ঘটনা প্রমাণ করে হেফাজতের নেতৃত্ব কতটা নষ্ট ও ভন্ড: তথ্যমন্ত্রী

দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। এরই মধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে।

news24bd.tv / কামরুল