আইসিইউতে সিট খালি নাই

আইসিইউতে জায়গা নেই। একই রকম রোগী ভর্তি সাধারণ ওয়ার্ডেও। শেষ মুহুর্তে যারা হাসপাতালে আসছেন তাদের কেউ কেউ ফিরছেন লাশ হয়ে। এক সপ্তাহেই করোনা শনাক্ত ৪১ হাজার পার হয়েছে। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়েই। সংক্রমনের হার ২ থেকে ঠেকেছে প্রায় ২৩ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভেঙ্গে পড়বে স্বাস্থ্যসেবা কার্যক্রম।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোডিড ইউনিটে গেল ৫ দিন ধরে কোনো শয্যা ফাঁকা নেই। আইসিইউ-এর খোঁজে যারা আসছেন তাদের থাকতে হচ্ছে অপেক্ষায়। নতুন কোন সুস্থতা বা মৃত্যুই আইসিইউয়ের দীর্ঘ লাইন কমাতে পারছে। এমন বাস্তবতায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭। যা একদিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত। মারা গেছে ৫৩ জন। সংক্রমণের হার এখন শতকরা ২৩ শতাংশেরও বেশি।

ঝর্ণার বড় ছেলের দাবী ডিভোর্সের আগেই মাওলানা মামুনুল মাকে কু প্রস্তাব দেয়

রিকশা করে বই মেলায় যেতে বাধা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মামুনুল হক অবরুদ্ধের ঘটনায় সোনারগাঁও থানার ওসি বদলি

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমনের গ্রাফ যেহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে হাসপতালগুলো চিকিৎসা দেওয়ার সামর্থ হারিয়ে ফেলেছে। কোভিড-১৯ জাতীয় কমিটির সদস্য বলছেন, শুধু হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি এই সমস্যার সমাধান নয়। প্রয়োজন ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন। তারা বলছেন, কোভিড-১৯ প্রতিরোধে দরকার দেশের সব মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

news24bd.tv/আলী