আন্দোলনকারীদের ক্যাম্পে গুলি চালালো জান্তা সরকার, পাঁচজন নিহতের দাবি প্রত্যক্ষদর্শীর

মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে প্রতিদিনই মানুষ হত্যা করছে সামরিক জান্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

আজ দেশটির সাইগাং অঞ্চলে আন্দোলনকারীদের জড়ো হওয়া একটি ক্যাম্পে গুলি চালিয়েছে জান্তা সরকার। বার্তা সংস্থা রয়টার্স-এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একজন প্রত্যক্ষদর্শী পাঁচজনের মরদেহের ছবি তুলেছেন। তবে ঠিক কত জন এই ঘটনায় মারা গেছেন, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

নির্বাচনে কারচুপির ধোঁয়া তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।

ভাসানটেকে উদ্ধার লাশ নারী যৌনকর্মীর

ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার

করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

সাধারণ রোগীদের জায়গা নেই সরকারি হাসপাতালে

রয়টার্স লিখেছে, জান্তা সরকার ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। শতশত মানুষকে গ্রেপ্তার করেও তারা আন্দোলন দমাতে পারছে না।

শিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিখ্যাত কমেডিয়ান জারগনারকে তুলে নিয়ে যায় পুলিশ।

news24bd.tv নাজিম