অবস্থা যখন খারাপ হয়ে উঠলো দোষ জনগণের

আমার পরিচিত বহু মানুষের করোনা হয়েছে। আপনারাও জানেন, দেশের করোনা পরিস্থিতি শোচনীয় এখন।

যখন একটু অবস্থা ভাল হয়েছিল কৃতিত্ব নিতে দেরী করেনি সরকার। আর অবস্থা যখন খুব খারাপ হয়ে উঠল দোষ জনগনের।

যাই হোক সাবধানে থাকুন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বাইরে গেলে, ফিরে এসে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করেন, সবচেয়ে ভাল হয় কাপড় চোপড় সহ বাথরুমে গিয়ে সব সাবান দিয়ে ধুয়ে ফেললে।

আরও পড়ুনঃ

নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

বাসার ভেতর যা নিয়ে আসবেন সব ধুয়ে নিবেন ভাল করে।

আর যার যা ধর্মমতে দোয়া/প্রার্থনা করবেন। মানসিক সুস্থিরতার জন্য এটা খুব জরুরী।

news24bd.tv / নকিব