এটুকু মেনে চললে অনেকগুলো টাকা বেঁচে যাবে

১টা সারজিক্যাল মাস্কের খুচরা মূল্য ২/৩ টাকা..ভালো কোয়ালিটির মাস্ক যদি কেনেন বড় জোর ৫ টাকা !! ওয়াশেবল কাপড়ের মাস্ক ও সর্বোচ্চ ৫০ টাকাতেই মানসম্মত পাওয়া যায়।

আর একটা বেসরকারি হাসপাতালের আইসিইউ বেড ভাড়া পড়বে ১ দিনে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা। তাও ভেকেন্সি নাই !! কপাল ভালো হইলে হয়তো সুযোগ পাবেন।

মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

যতটুকু সম্ভব প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন। (কোথায় কোথায় সম্ভব না সেটা আমরা জানি সেখানে না হয় স্যানিটাইজেশন মেইনটেইন করি)

দয়া করে মাস্কটা পরার অভ্যাস করুন। আমাদের তো জানের চেয়ে টাকার কদর বেশি করি তাই এটুকু মেনে চললে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে!! 

মাস্ক পরিধান করুন নিরাপদ থাকুন ।

news24bd.tv তৌহিদ