ঘণ্টায় ১৫ লিটার অক্সিজেন দিতে হচ্ছে এস এম মহসিনকে

বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অভিনেতা এস এম মহসিনের  শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাঁকে এক ব্যাগ এ পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে, আরও লাগবে।

অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে বাবা এস এম মহসিনের অবস্থা দেখে চিন্তায় আছেন ছেলে রেজওয়ান মহসিন।

মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

পিগিং কার্যক্রমের জন্য টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না

তিনি বলেন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়ার পর থেকেই হঠাৎ বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আইসিইউ সেবা পেতে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে তাঁকে তেজগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ৭ এপ্রিল রাতে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। বাবার ফুসফুসের সংক্রমণটা বেশি। এটা নিয়েই বেশি চিন্তার মধ্যে আছি।

‘বাবাকে এখন ঘণ্টায় ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন মাঝেমধ্যে ৯০–এর নিচে নেমে যাচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ’

news24bd.tv তৌহিদ