ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসর শুরু

করোনার প্রকোপের মধ্যেই আজ শুরু হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়। করোনা ঝুঁকির জন্য গত আসরের শেষাংশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হলেও এবার ভারতেই খেলা হবে পুরো মৌসুম। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের প্রথমাংশ দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে বলে জানিয়েছে বিসিসিআই।  

তবে পরিস্থিতি বিবেচনায় পরে সীমিত পরিসরে দর্শকদের অনুমতি দেওয়া হতে পারে। আটটি ফ্র্যাঞ্চাইজি ছয়টি ‘নিরপেক্ষ ভেন্যু’ মাঠে নামবে পুরো টুর্নামেন্ট জুড়ে। ৩০ মের ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।  

আগামী ১১ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবেন সাকিব আল হাসান। পরদিন মোস্তাফিজের রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।

news24bd.tv / কামরুল