আমি ক্রিকেট বোর্ডের সভাপতি হলে বাংলাদেশ শীর্ষ দুইয়ে থাকত: কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে কথা বলেছেন দেশের কিংবদন্তি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি বলেছেন, আমি যদি বিসিবি সভাপতি হতাম তবে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতাম।  

একটি অনলাইন পোর্টালকে দেয়া সক্ষাৎকারে এ কথা বলেন তিনি।  

বাফুলে সভাপতি বলেন, আমি যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই আর টাকারও অভাব নেই।

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার: কাদের

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

খুব অকথ্য এসব ফিলিংস!

ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আছে কিনা?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা।

news24bd.tv নাজিম