চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দম্পতিদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমে যাচ্ছে। ফলে চীনে জন্মহার কমছে এবং তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমছে ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, 'এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি জনসংখ্যার ভারসাম্যহীন এক দেশে পরিণত হবে। '  

২০২০ সালের শেষের দিকে পরিচালিত সর্বশেষ আদমশুমারির ফলাফল দেখা যায়, ১৪ বছর বা তার কম বয়সী জনসংখ্যার অনুপাত ২০২০ সালে ছিল ২২.৮৯ শতাংশ, তা এবার কমে হয়েছে ১৬.৬০ শতাংশ।

কয়েক দশকের পুরনো এক শিশু নীতির প্রভাবেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের সংখ্যা অন্তত ১০ শতাংশ বেড়েছে। এই প্রবণতা চীনের কর্মক্ষম জনসংখ্যা কমাবে। ফলে উৎপাদনশীলতার উপর প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা

যদিও জন্মহার বাড়ানোর জন্য চীন পাঁচ বছর আগেই এক সন্তানের নীতি বাতিল করে। তারপর চীনে ক্রমাগত জন্মহার কমতে থাকায় চিন্তার ভাঁজ পড়ছে চীনের ভবিষ্যৎ নীতিনির্ধারকদের কপালে।

news24bd.tv / নকিব