আসন্ন রমজানে একবারের বেশি ওমরাহ্‌ করার সুযোগ থাকছে না

করোনাভাইরাস মহামারির মধ্যে এবারের রমজানে একবারই ওমরাহ পালন করা যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ এবং ওমরাহ কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ওমরাহ পালনের জন্য আবেদন করেছে তারা একবারই ওমরাহ পালন করতে পারবেন। দ্বিতীয়বার তারা আর ওমরাহ’র জন্য আবেদন করতে পারবেন না।

এছাড়া এবারের রমজানে মক্কা-মদীনার দুই মসজিদে ভ্যাকসিন গ্রহণ করা ৫০ হাজার ওমরাহ পালনকারী এবং ১ লাখ মুসল্লি প্রবেশ ও নামাজ আদায় করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ

যেভাবে পাওয়া যাবে ‘লকডাউন মুভমেন্ট পাস’

চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা

শুধুমাত্র ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজন ওই দুই মসজিদে ওমরাহ পালন এবং নামাজ আদায় করতে পারবেন। তারাবির নামাজও এবার ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে।

news24bd.tv / নকিব