সরকারের মাথার ঠিক নাই

সরকারের মাথার ঠিক নাই।  এই শুনি কঠো...র, সর্বা...ত্মক, স...ব বন্ধ। আবার শুনি এটা খোলা ওটা খোলা। মাঝখান থেকে মানুষের হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি, ভোগান্তি, হয়রানি চরমে। আসলে ব্যাংক মালিক, বাস মালিক আর গার্মেন্টস মালিকেরা সরকারের কাছে কিছু দাবি করেছেন আর তা পূরণ হয় নাই এরকম দৃষ্টান্ত নাই।

তাহলে খামোকা তাদের অনুমতি ছাড়া আগেই লাফ দিয়ে বড় বড় আওয়াজ দেয়া কেন? তাদের চাওয়া পাওয়া জেনে সিদ্ধান্ত ঘোষণা করলেই তো আর হাস্যাস্পদ হতে হয় না, সকাল বিকাল চেহারা বদলাতে হয় না!  করোনাকালে বিপদগ্রস্ত মানুষের বিপদ আরও বাড়ে না!!

আনু মুহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ফেসবুক থেকে)

news24bd.tv/আলী