গাজীপুরে করোনা মোকাবেলায় সর্বাত্মক লকডাউন চলছে

সকাল থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস, মিনিবাস চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক, লরি, পিকআপসহ জরুরি সেবার পরিবহন চলছে। এছাড়া রিকশা, সিএনজি অটো রিকশা ও হালকা যানবাহন চলতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কাজ করছে পুলিশ।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কর্মজীবি মানুষ দূরদূরান্তে যাচ্ছেন সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক সহ নানা ধরনের যানবাহন চছে। লোক সমাগম কিছুটা কম থাকলেও রাস্তাঘাটে ও যানবাহনে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলার তেমন প্রবণতা দেখা যাচ্ছে না। দোকান পাট ও বিভিন্ন বিপনী বিতান বন্ধ রয়েছে। নববষের প্রথম দিনে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে।

আরও পড়ুন

সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

উত্তরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

দেশবাসীকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

রমজানে নতুন রান্না নিয়ে হাজির কেকা ফেরদৌসি

এদিকে, লকডাউন বাস্তবায়নে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে তল্লাসি জোরদার করেছে পুলিশ। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একাধিক টিম কাজ করছে বিভিন্ন এলাকায়।  

news24bd.tv / কামরুল