বিশ্বনবী যে ৪ আমলে রমজান মাস সাজাতে বলেছেন

রমজান মাস পুরোটাই মূলত রহমত, মাগফিরাত আর নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দারা দোয়া করবে। কারণ, আল্লাহ সুবহানাহুতায়ালা রমজান মাসটাকে রহমতের জন্য ভরপুর করে দিয়েছেন।

তাই আমরা আল্লাহতায়ালার কাছে রহমত চাইতে পারি এবং মাগফিরাতের জন্য দোয়া করতে পারি। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে ৪টি কাজ করে তবে তার দুনিয়া ও পরকাল হবে সফলকাম।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এই রোজার মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি কর-

প্রথমত দুটি কাজ তোমাদের প্রতিপালকের জন্য করবে। এ দুই কাজে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি সন্তুষ্ট হবে।

দ্বিতীয়ত, দুটি কাজ নিজেদের জন্য করবে। এ কাজ দুটি এমন যে, তা না করে তোমাদের কোনো উপায় নেই।

প্রতিপালকের জন্য ২ কাজ:

- বেশি বেশি কালেমা শাহাদাত ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়া। আর - আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করা।

সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে যা বললো খালেদা জিয়ার চিকিৎসক

অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

এবার পররাষ্ট্রমন্ত্রীর জবাবে ভারতীয় গণমাধ্যমে সমালোচনা

কেন লকডাউন মেনে চলবেন

আর নিজেদের জন্য যে ২ কাজ করতে হবে:

- আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। আর - জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া।

news24bd.tv নাজিম