অবসরে যাচ্ছেন রাউল কাস্ত্রো

কিউবান কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাউল কাস্ত্রো। এর মাধ্যমে শেষ হচ্ছে কিউবায় কাস্ত্রো পরিবারের ৬ দশকের নেতৃত্বের।

১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন তার ভাই ফিদেল কাস্ত্রো। এরপর থেকেই দেশটিতে নেতৃত্ব দিয়ে আসছে এই কাস্ত্রো পরিবার।

৮৯ বছর বয়সী রাউল কাস্ত্রো রাজধানী হাভানায় এক পার্টি সম্মেলনে জানান, তিনি ‘সম্পূর্ণ উৎসাহ ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা’ নিয়ে তরুণ প্রজন্মের কাছে কিউবার নেতৃত্ব হস্তান্তর করতে চান।

তিনি আরও বলেন, ‘না, না, এই সিদ্ধান্ত নিতে কেউ আমাকে জোর করেনি। যতদিন আমি বাঁচি, স্বদেশকে রক্ষা করার জন্য আমি নিজের পায়ে প্রস্তুত থাকব। বিপ্লব এবং সমাজতন্ত্র আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এখন। ’

আরও পড়ুনঃ

চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর

তবে কিউবান কমিউনিস্ট পার্টির পরবর্তী প্রধান সেক্রেটারি কে হবেন তা জানাননি রাউল কাস্ত্রো। তবে এর আগে তিনি প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন।

news24bd.tv / নকিব