অনলাইন অর্ডারে আপেলের বদলে এলো আইফোন

ঘটনা ব্রিটেনের। পঞ্চাশ বছর বয়সী জেমস নিক অনলাইনে আপেলের অর্ডার করেছিলেন। কিন্তু অর্ডার ডেলিভারি হওয়ার পর দেখলেন ভেতরে আপেলের বদলে রয়েছে একটি আইফোন!

আপেল ফল নয়, সুসজ্জিত ওই প্যাকেটের মধ্যে রয়েছে ‘অ্যাপেলের আইফোন’। কয়েকশ টাকার আপেলের পরিবর্তে লাখ টাকার ‘আইফোন এসই’ মেলায় রীতিমতো অবাক হয়ে যান তিনি।

তারপর নিজেই ওই ফোনের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা ভাইরাল হয় যায়।

আরও পড়ুনঃ

২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর

আইফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল করে নয় বরং গ্রাহকদের নয়া চমক দিতে আইফোনের পরিসেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। তবে এর পিছনে আর অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা এখনও জানা যায়নি।

news24bd.tv / নকিব

আরও পড়ুনঃ

২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ধারা রেখে ফ্রান্সে ধর্ষণের নতুন আইন

প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না: ভিপি নুর