চেনা জানা না থাকা সত্ত্বেও কবরী আগে থেকেই কথা বলতেন

কবরীর সাথে আমার মাত্র দু-তিনবার সামনাসামনি দেখা হয়েছিলো। প্রথম দেখা সম্ভবত বঙ্গভবনের একটি অনুষ্ঠানের শেষে। আমাকে আর সিমীনকে দূর থেকে দেখেই কাছে এসে অনেক সম্মান আর আগ্রহ নিয়ে কথাবার্তা বললেন, যেনো অনেকদিনের চেনা জানা! 

তাঁর মতো এককালের অতি জনপ্রিয় একজন চিত্র তারকাকে দেখলে হঠাৎ করে অনেকেরই একটা বিভ্রান্তি হয় যেনো খুব পরিচিত একটা মানুষ, কিন্তু পরিচয়টা যে একতরফা তা আর হয়তো মনে থাকে না।

সেজন্য তাঁকে জিজ্ঞেস করলাম, আপনাকে তো চিনবোই, কিন্তু আপনি আমাদেরকে এতো চিনেন কী করে? খুব সহজ সরল ভাবে উত্তর দিলেন: কী যে বলেন! তাঁর স্মৃতির প্রতি অনেক ভালবাসা ও শ্রদ্ধা; তাঁর আত্মা শান্তি পাক।

ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ

news24bd.tv আহমেদ