তিন তিনটি বাচ্চাকে আমরা কি জবাব দেব

করোনায় মারা গেছেন রিফাত; এটি পুরো সত্য নয়! কোভিড অবস্থায় সিজার এ সন্তান জন্ম দেবার ব্যবস্থা শহরে যে এত কম তারই শিকার হয়েছে সে! যাও আছে বাকিটা আমরা আমাদের সিদ্ধান্ত নেয়ার ভুল ক্ষমতার কাছে হেরে গেছি ! 

বহু কস্টে পাওয়া উত্তরার এক হাসপাতালে আইসিইউ তে যখন ভর্তি। প্রায় মাঝরাতে খবর এল পেটে বাচ্চার ফ্লুয়িড কমে যাচ্ছে জরুরি অপারেশন লাগবে। সঙ্গে লাগবে বাচ্চা হবার পর তার সেফটির জন্য আরও কিছু ব্যাবস্থা। যেখানে ভর্তি সেখানে তার কিছুই নেই।  

প্রায় পুরো রাত চেস্টাতেও অমন হাসপাতাল এ সীট মেলেনি। সকালে এক সঙ্গে ৩ হাসপাতালে তেমন সীট যখন মিলল; আমরা নতুন হাসপাতালে নিয়েও আসলাম ! কিন্তু ততক্ষনে দেরী হয়ে গেছে অনেক।

শান্ত মেয়েটি পুরো ১১ বছর জোরে কোনদিন একটা কথা বলেনি। মিস্টি একটা হাসি রেখে জটিল সব খবরের প্রযোজনা করেছে ...! সেই মেয়েটি কিভাবে আইসিইউর সময়গুলো পার করেছে .. বাচ্চাদের জন্যে কেমন জানি লেগেছে তার ...

তিন তিনটি বাচ্চাকে আমরা কি জবাব দেব ...

কেমন করে তাদের সামনে আমরা দাড়াবো ....

শাকিল আহম্মেদ, হেড অফ নিউজ একাত্তর টিভি (ফেসবুক থেকে)

news24bd.tv / কামরুল