অনুমতি ছাড়াই টেক্সাসে বন্দুক বহনের আইন পাস

অনুমতি ছাড়া হ্যান্ডগান বহনের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আইনসভা। স্থানীয় পুলিশের বিরোধীতা সত্ত্বেও বৃহস্পতিবার আইনটি ৮৪-৫৬ ভোটে পাস হয়।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং এই ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এই অবস্থার মধ্যেই অনুমতি ছাড়া হ্যান্ডগান বহনের অনুমতি দিলো।

এই আইন বাস্তবায়ন হলে টেক্সাস হবে দেশটির সবচেয়ে বড় অঙ্গরাজ্য যেখানকার বাসিন্দারা বিনা অনুমতিতে হ্যান্ডগান ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ

বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কী মানুষ?

এই বিষয়ে টেক্সাসের আগের আইন অনুযায়ী, হ্যান্ডগান বহনের জন্য অনুমতি নিতে হতো। এজন্য ৪০ ডলার আবেদন ফি দিয়ে প্রশিক্ষণ ক্লাস, শুটিং ক্লাস এবং লিখিত পরীক্ষা দিতে হতো।

নতুন বিল অনুযায়ী, এখন থেকে ২১ বছর বা তার বেশি বয়সীরা কোনো প্রকার অনুমতি ছাড়াই হ্যান্ডগান বহন করতে পারবেন। এর জন্য আগের সব নির্দেশনা পালন করতে হবে না।

news24bd.tv / নকিব