বান্দরবানে ভাল্লুকের আক্রমণে কৃষক আহত

বান্দরবানের রুমা উপজেলায় বন্য ভাল্লুকের হামলায় তংতং ম্রো (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গালেঙ্গ্যা ইউনিয়নের আবুপাড়া এলাকায় পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহত কৃষক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবুপাড়ার বাসিন্দা রিতু ম্রোর ছেলে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবুপাড়া এলাকায় পাহাড়ে জুম ক্ষেতে কাজ করে ফেরার সময় বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হন তংতং ম্রো। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

খুলনা সিটি মেয়রের আইসিটি মামলায় সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার

সুযোগ পেয়েও হাতছাড়া করলেন সাইফ, ফিরলেন সাজঘরে

করোনা: আসলে আমরা কেউ কারো নই!

‘আইনগত কোনো জটিলতা নেই সুপার লিগ আয়োজনে’

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, বন্য ভাল্লুকের আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর আহত কৃষককে রাতে বান্দরবান পাঠানো হয়েছে।

news24bd.tv আহমেদ