খালেদা জিয়া আপাতত ‘ঝুঁকিমুক্ত’, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপাতত ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাতে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাতে আমরা চেয়ারপারসনের মেডিকেল টিমের সদস্যরা সর্বশেষ পরিস্থিতি জানতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাই। তিনি আপাতত ঝুঁকিমুক্ত আছেন’।

জাহিদ বলেন, ‘পরবর্তী টেস্ট না করা পর্যন্ত আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। রবিবার চেয়ারপারসনের করোনা টেস্ট করা হতে পারে। খাওয়ার রুচি আছে’।

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় সব গণমাধ্যমে এ খবর প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর ওইদিন বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার কোভিড ‘পজিটিভি’ হওয়ার কথা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনার ভয়ে ভারত ছাড়লো শাহরুখের পরিবার

রাহমানিয়া মাদ্রাসায় রাজনীতি ঢোকান বাবা আজিজুল, দখল করে রাখেন ছেলে মাওলানা মামুনুল, অভিযোগ শিক্ষকদের

ফর্মুলা দেবে রাশিয়া, করোনার টিকা উৎপাদন করবে বাংলাদেশ

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুনে বাড়লো নিহতের সংখ্যা

শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

জানা গেছে, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্ববধানে মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন।

news24bd.tv নাজিম