নাকের তৈলাক্ত ভাব থেকে দূর করার টিপস

নাকের ত্বক একটু বেশিই যেন তেলতেলে হয়ে থাকে। যা খুবই অস্বস্তিকর। কীভাবে মুক্তি পাবেন নাকের তৈলাক্ত ভাব থেকে? চলুন তবে জেনে নেয়া যাক এর সহজ সমাধান-  

অ্যালোভেরা:

অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন এক ঘণ্টা। তুলার বলের সাহায্যে জেল লাগান নাকে। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

দই:

দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে। দই ফেটিয়ে নিন। পাতলা করে লাগান নাকের ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতি রাতে এটি ব্যবহার করলে কমে যাবে নাকের তেলতেলে ভাব।

আপেলের খোসা:

আপেলের খোসায় রয়েছে ভিটামিন সি, এ এবং আঁশজাতীয় উপাদান যা ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের তৈলাক্ততা দূর করে। আপেলের খোসা শুকিয়ে গুঁড়া করে ১ চা চামচ লেবুর রসের সঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকের তৈলাক্ত অংশে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিহত ৪, দগ্ধ ২০

করোনার ভয়ে ভারত ছাড়লো শাহরুখের পরিবার

মাওলানা মামুনুলের বিরুদ্ধে মাদ্রাসা দখলের অভিযোগ

এছাড়াও আরও কয়েকটি কাজ করতে পারেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:-

>> ব্লটিং পেপারের সাহায্যে মুছে নিতে পারেন এক্সট্রা তেল।

>> অয়েল ফ্রি সানক্রিন বেছে নিন।   

>> দিনে দুইবার ফেসওয়াস দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকের বাড়তি তেল দূর হবে।

>> টোনার ব্যবহার করুন নিয়মিত।

>> ক্রিম বেইজড নয়, ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

>> শিট মাস্ক ব্যবহার করুন।

>> নাক তেলতেলে হয়ে গেলে বেবি সোপের সাহায্যে পরিষ্কার করে নিন।

>> নাকের ত্বকের রোমকূপ খুব সহজে তেল জমে বন্ধ হয়ে যায়। সপ্তাহে অন্তত একদিন তাই স্ক্রাবিং করুন।

news24bd.tv নাজিম