নবাবগঞ্জের বাস ডিপোতে লাগা আগুনে পুড়লো বাস, দোকান

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে এন মল্লিক পরিবহনের বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বাস ও পাশে থাকা ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন

খালেদা জিয়াকে আরও ২-৩ দিন থাকতে হবে হাসপাতালে

‌জনগণকে বাঁচাতে যেখান থেকেই হোক ভ্যাকসিন সংগ্রহ করা হবে: কাদের

রাজধানীর নবাবগঞ্জের বাস ডিপোতে আগুন

মানুষকে পাত্তা দিলে জীবনকে গড়া হবে না, মানুষের কথা নিয়েই থাকতে হবে

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ও সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

news24bd.tv আহমেদ