ইরানের সঙ্গে সুসম্পর্ক চাইলেন সৌদি যুবরাজ

ইরান প্রতিবেশী দেশ এবং ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে এমন আশা করেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর।

সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়। একইসঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইয়েমেনে তার দেশের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, তিনি আশা করেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে এবং আলোচনায় বসবে।

আরও পড়ুনঃ

ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল

দুই মাস আগে সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করেছে। তবে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার এই প্রস্তাবকে অবাস্তব হিসেবে আখ্যায়িত করে বলেছে, যুদ্ধবিরতির প্রথম পদক্ষেপ হিসেবে সৌদি আরবকে হামলা বন্ধ করতে হবে এবং ছয় বছরের অবরোধ প্রত্যাহার করতে হবে।

news24bd.tv / নকিব