ছাগল খুঁজতে বাংলাদেশে ঢুকে ধরা ভারতীয় নারী

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। পরে বিএসএফের অনুরোধে চার ঘণ্টা পরে ওই নারীকে ফেরত দেওয় হয়। ওই নারীর নাম ময়না (৩৫)।

ময়না ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোঠাল গ্রামের তপুর উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

বিজিবি ও সীমান্তবাসীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক ৯৩৫/৪ পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় ওই নারী। বালারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেবিজিবি তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে- তিনি তার কাঁটাতারের বেড়ার বাইরে বাড়ি হওয়ায় হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ভুল করে বাংলাদেশে প্রবেশ করে।  

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলবে সোমবার পর্যন্ত

তারা গোটা কোভিডকে নিয়ে ব্যবসা করেছে: ফখরুল

আসছে তীব্র বেগে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

১৬ বছর আগের সিদ্ধান্ত বদল, ‘চির শত্রু’ চীনের সাহায্য নিচ্ছে ভারত

২০১৮ থেকে হোটেল-রিসোর্টে নিয়ে সময় কাটান মামুনুল, বিয়ে করেননি: ঝর্ণাবিষয়টি বিজিবি ভারতের বসকোঠাল বিওপিতে জানালে বিএসএফ আটক নারীকে ফেরত চেয়ে মৌখিকভাবে অনুরোধ জানায়। দুপুরে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি-ব্যাটালিয়নের বালারহাট বিওপির নায়েক সুবেদার ফরিদুর রহমান ও ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের বসকোঠাল বিওপির এসআই শ্যাম পাল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

news24bd.tv তৌহিদ