টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের পেছনে ফেলেছে বাংলাদেশ

মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে টাইগারদের।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টাইগাররা পেছনে ফেলেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ৬ রেটিং পয়েন্ট হারিয়ে উইন্ডিজের অবস্থান এখন ১০ নম্বরে। অন্যদিকে মোট ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

তবে বাংলাদেশের উপরে আট নম্বরে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের। এদিকে সাত নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬।

এদিকে ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারতের রেটিং ২৭২ পয়েন্ট। ২৬৩ রেটিং নিয়ে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে এসেছে নিউজিল্যান্ড। ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান, ২৫১ পয়েন্ট নিয়ে পাঁচে অস্ট্রেলিয়া এবং ২৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দশ ১ম – ইংল্যান্ড – ২৭৭ রেটিং পয়েন্ট (৫ পয়েন্ট বেড়েছে) ২য় – ভারত – ২৭২ রেটিং পয়েন্ট (২ পয়েন্ট বেড়েছে) ৩য় – নিউজিল্যান্ড – ২৬৩ রেটিং পয়েন্ট (৮ পয়েন্ট বেড়েছে) ৪র্থ – পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট বেড়েছে) ৫ম – অস্ট্রেলিয়া – ২৫৮ রেটিং পয়েন্ট (৯ পয়েন্ট কমেছে) ৬ষ্ঠ – দক্ষিণ আফ্রিকা – ২৪৮ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে) ৭ম – আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট বেড়েছে) ৮ম – শ্রীলঙ্কা- ২২৭ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে) ৯ম – বাংলাদেশ – ২২৫ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে) ১০ম – ওয়েস্ট ইন্ডিজ – ২২২ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট কমেছে)

news24bd.tv/আলী