২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ার ওপর ইসরাইলের দ্বিতীয় দফা হামলা

সিরিয়ার সর্ব-দক্ষিণের কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ার ওপর ইসরাইলের দ্বিতীয় দফা হামলা।

একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে। অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম দিকে হামলা চালায়।

ওই কর্মকর্তা জানান, ইসরাইলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে।  সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। একইদিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালায় তারা।

আরও পড়ুনঃ

ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ

উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের চরম সহিংসতা চলছে। তবে সিরিয়ার বাহিনীর প্রতিরোধের মুখে এখন সন্ত্রাসীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে।

এ অবস্থায় তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে ইসরাইলি বাহিনী সিরিয়ার ওপর হামলা চালায়।

news24bd.tv / নকিব