ঈদ উপলক্ষে তালেবান-আফগান যুদ্ধে ৩ দিনের বিরতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। সোমবার পুরো আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি ঘোষণা করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে তালেবান জানায়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনও হামলা চালাবে না। তবে এই তিন দিনে তাদের ওপর কোনও হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ

বিক্ষোভে বাড়ল ঈদের ছুটি

ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

মৃত্যুর আগে বাবাকে ফোনে জানালেন ধর্ষণের কথা!

অন্যদিকে, আফগান সরকারও যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরও তালেবান একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

news24bd.tv / নকিব