কোচ ছাড়াই আজ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

কোচ জেমি ডে-কে ছাড়া আজ থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। জেমি ডে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছালেও ক্যাম্পে যোগ দিতে পারছেন না।

পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষে বিশেষ বিবেচনায় করোনা নেগেটিভ হলে ১৬ মে থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাফুফে আগেই অনুমতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

দুপুর থেকে ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা। ক্যাম্পে উঠেই করানো হবে করোনা টেস্ট। এরপর মাঠের অনুশীলন শুরু করবেন ফুটবলাররা।

আরও পড়ুনঃ

বিক্ষোভে বাড়ল ঈদের ছুটি

ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

মৃত্যুর আগে বাবাকে ফোনে জানালেন ধর্ষণের কথা!

তবে কোচের কোয়ারেন্টাইনের কারণে দলের দায়িত্বে থাকবেন দেশীয় কোচিং স্টাফরা। ১৬ মে থেকে অনুশীলনে যোগ দেবেন কোচ। যাদের প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হচ্ছে তারাই শুধু আজ ক্যাম্পে যোগ দেবেন। বাকিরা লিগের ম্যাচ শেষ করে ক্যাম্পে যোগ দেবেন।

news24bd.tv / নকিব