অক্সিজেনের অভাবে ভারতের গোয়ায় ৭৪ জনের মৃত্যু

ভারতের গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) বৃহস্পতিবার রাতে অক্সিজেনের অভাবে আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। একদিন আগেই হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে ১৫ জনের মৃত্যু হয়।

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। কোভিড-১৯ ওয়ার্ডে অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। ফলে চারদিনে জিএমসিএইচে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি নিয়োগ দিয়েছে সরকার। কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিয়ে এই সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ

গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা

এই ব্যক্তিদের মৃত্যুর জন্য ‘লজিস্টিক ইস্যুকে’ দুষছে রাজ্যের কর্তৃপক্ষ। গত মঙ্গলবার প্রথমবার ২৬ জন মারা যায় এই হাসপাতালে। পরদিন ২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৫ জনের মৃত্যু হয়। সবশেষ শুক্রবার ১৩ জনের মৃত্যু হলো।

news24bd.tv / নকিব