রোজিনার কোন দল নেই, বাহিনী নেই; তার পিছনে এত পুলিশ!!

স্বাস্থ্যখাতে ভয়াবহ দূর্নীতি সরকারের ইমেজে বহু আগেই আঁচড় বসিয়েছে। প্রজাতন্ত্রের কোন কর্মচারীর কিছু হয়নি। পালাবদলে তারা আরও বেপরোয়া হয়েছেন। এতে লাভ কার ক্ষতি কার?

সোমবার সাহসী পেশাদার রিপোর্টার রোজিনাকে স্বাস্থ্য সচিবের দফতরে আটকে ৬ ঘন্টা মানসিক শারীরিক নিপীড়ন অপমান করা হয়েছে। এতে সরকারের লাভ কতখানি?

আমলা ও কর্মচারীদের মালিকের প্রতি সীমাহীন ঔদ্ধত্য সমাজে অসন্তোষ তৈরি করেছে। লাভ হলো না ক্ষতি হলো সরকারের?

রাতে নথি চুরির মামলায় থানায় নিয়ে আটক, দিনে কারাগারে। তাকে জেলের ভাত খাইয়ে সরকার লাভবান নাকি আমলা কর্মচারীদের ক্ষমতার দম্ভের তৃপ্তির ঢেকুর?

আরও পড়ুনঃ

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস

রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ

সচিবালয় বিটের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করে পাল্টা অপমান করেছে। নির্লজ্জদের কিছু এসে যায়না। রোজিনার কষ্ট হলেও সে এখন দেশ ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনের খবর হবে। এতে সরকারের লাভ না লোকসান? রোজিনার কোন দল নেই, বাহিনী নেই। তার পিছনে এত পুলিশ!!!!! আমি রোজিনার মুক্তি চাই।

news24bd.tv / নকিব