ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান মিগ-২১ আবারও বিধ্বস্ত হয়েছে। ট্রেনিং চলাকালে শুক্রবার ভোরে যুদ্ধবিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃত্যু হয়েছে বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর।

স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ভারতীয় বিমানবাহিনীর বরাতে জানিয়েছে, ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরে এ নিয়ে ভারতে তিনটি মিগ-২১ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। গত মার্চ মাসে একটি মিগ-২১ এবং জানুয়ারি মাসে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

  যে শর্তে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলবে হামাস

  জাতিসংঘে ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের

  ঘণিভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা

  ‘সময়সীমা শেষ হওয়ার পর আর কোন সুযোগ দেয়া হবে না’

 

২০১৯ সালে সংসদে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছিলেন, ২০১৬ সাল থেকে ভারতীয় বিমানবাহিনীর মোট ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি ফাইটার জেট।

মিগ সিরিজের বিমান বিধ্বস্তের ঘটনা নতুন কিছু নয়। ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যুও হয়েছে বহু পাইলটের।

news24bd.tv আহমেদ