গত এক বছরে অনেক কিছুই পাল্টে গেছে

কোভিডের কারনে গত এক বছরে অনেক কিছুই পাল্টে গেছে। জীবন-জীবিকা, মানুষের বেঁচে থাকার প্রক্রিয়া, কতো কিছুতেই পরিবর্তন এসেছে। সেই সব পরিবর্তনের অনেক কিছুই চোখে দেখা যায়, আবার অনেক কিছুই দেখা যায় না।

জনপ্রতিনিধি কিংবা রাজনীতিকদের ব্যক্তিগত জীবন যাপনে কি কোনো প্রতিক্রিয়া ফেলতে পেরেছে- এই কোভিড? তা নিয়ে আলাদা করে কেউই ভেবেছে বলে মনে পড়ে না।

কোভিডের এক বছরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেনো হঠাৎ করেই বুড়িয়ে গেছেন। সুদর্শন নায়ক টুডোকে গত একবছরে খুঁজে পাওয়া যায়নি। শ্মশ্রুমন্ডিত ট্রুডোই প্রতিদিনই নাগরিকদের সামনে হাজির হচ্ছেন। একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে গিয়ে প্রিমিয়ার ডাগফোর্ডকে দেখেও চমকে উঠেছিলাম। তাকে ‘বেশ ক্লান্ত ক্লান্ত’ই লাগছিলো।

টরন্টোর মেয়র জন টরির দুই বছরের দুটি ছবি পাশাপাশি দেখে মনে হলো, কোভিড বোধ হয় সব চেয়ে বেশি ছুঁয়ে দিয়েছে টরন্টোর মেয়রকেই। ‘টরন্টো স্টার’ ছবি দুটো ছেপেছে- শহরে সার্ভিস সেক্টরে দুরাবস্থা নিয়ে রিপোর্ট করতে গিয়ে। সেই রিপোর্টে সেলুনগুলো বন্ধ থাকায় এই খাতের কর্মীদের দুরাবস্থার কথা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

নামাজের সালাম ফেরানোর পর যেসব দোয়া-তাসবিহ পড়তেন নবীজি

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

রিপোর্টের সাথে যুক্ত মেয়র টরির ছবি দেখে মনে হতে পারে- সবচেয়ে বেশি দুরাবস্থায় আছেন স্বয়ং মেয়র টরি। ২০২০ এর মার্চ আর ২০১২১ এর মে মাসে তোলা মেয়রের দুটি ছবিতেও কি কোভিডের প্রবল প্রতিক্রিয়া দৃশ্যমান নয়!

news24bd.tv / নকিব