গাজীপুরে রাক্ষুসে মাছ বিক্রি, ৫৫ কেজি পিরানহা জব্দ

গাজীপুরের কোনাবাড়ীতে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

একই সঙ্গে ৫৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

গেল রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ জরিমানা করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নগরীর কোনাবাড়ি এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মেইন  ফটকের পাশে  একটি বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

পাঁচটায় বসবে সংসদ

ঢাকা ১৪, কুমিল্লা ৫ ও সিলেট ৩ আসনে উপনির্বাচনের তারিখ প্রকাশ

চলন্ত বাস থেকে শিশুসহ স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডাকাত আখ্যা দিয়ে ধাওয়া করে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

 

এসময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে রবিউল শেখ (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা  করা হয়। অন্যদিকে অভিযানের উপস্থিতি টের পেয়ে আজিজুল ইসলাম আজি (৩৬) মাছ ফেলে পালিয়ে যায়।

পরে সকলের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে রেখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জিএমপি মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

news24bd.tv তৌহিদ