এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

সৌদি আরব গত বছর ফ্রান্সকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনাভাইরাসের মহামারী এবং আরো অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে।  

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।   

আরও পড়ুন:

 ওমানে করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু 

 যে কৌশলে পয়েন্ট পেল বাংলাদেশ

 কাবুলে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৪

‘রাধে’ সিনেমা দেখে যা বললেন সালমানের বাবা

 

গত বছর ফ্রান্স থেকে আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।   

ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ছয় বছরে সৌদি আগ্রাসন ইয়েমেনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

news24bd.tv নাজিম