দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সৌদিতে সভা

সম্প্রতি ঢাকায় কর্মরত বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর পুলিশি নির্যাতন সহ সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ।

রিয়াদের বদর আল সামা হল রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও নিউজ২৪ এর সৌদি প্রতিনিধি মোহাম্মদ আল-আমীন।

 এম এইচ প্রিন্স আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,  সাংবাদিক আরিফুর রহমান, সাইফুল ইসলাম অপুর্ব, পল্লী টিভির সৌদি আরব প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, সেলিম উদ্দিন দিদার, জাহাঙ্গীর আলম, সোহেল আলম, শেখ জামাল।

এসময় বক্তারা বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যদের কারণে পুরো পুলিশ বাহিনীসহ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

যারা সাংবাদিক নির্যতনের মতো ন্যাক্কারজনক কাজে জড়িত অভিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

সভায় সড়ক দুর্ঘটনায় আহত সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশির এর সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)